পথ চলতে চলতে মোবাইলে কথা বন্ধ হয়ে গেছে? কারণ চার্জ শেষ? আবার সঙ্গে করে
চার্জার আনতেও ভুলে গেছেন৷ এই অবস্থায় আপনার মোবাইল ফোন বন্ধ রাখতে হব৷
মোবাইলে চার্জ না থাকুক, ইলেকট্রিক থাকুক আ না থাকুক, কোনও সমস্যা নেই৷
কারণ, অভিনব পদ্ধতিতে এবার মোবাইল চার্জ হবে আপনার শরীরের তাপে৷ আঙ্গুলের
ছোঁয়া চার্জ হবে আপনার মোবাইল ফোন৷ কী ভাবে এটা সম্ভব? জেনে নিন খুব সহজে৷
যেভাবে চার্জ করবেন মোবাইল?
ইউএসবি
কেবলটি মোবাইলে লাগাতে হবে৷ ইউএসবি কেবলেন অন্যপ্রান্তে একটি পেপার ক্লিক
ঢুকিয়ে দিতে হবে৷ ক্লিক এবং কেবল কানেকটারের মাঝে কাগজের টুকরোটি রাখতে
হবে৷ এবার ক্লিপের উপর একটি সিলভার কয়েন রাখতে হবে৷ সবশেষে কেবল কানেকটরের
নিচে অন্য কয়েনটি রাখতে হবে৷ এবার দুই আঙ্গুল দিয়ে চেপে ধরলেই মোবাইলে
চার্জ নেওয়া শুরু হবে৷ বিনা বিদ্যুতেই এবার মোবাইল চার্জ হবে৷ কোন ঝামেলা
ছাড়াই৷ পথেঘাটে-মাঠে যখন খুশি মোবাইলে এবার চার্জ দিতে পারবেন৷
Comments
Post a Comment