• পেয়নিয়ার কি? পেয়নিয়ার একটি আন্তর্জাতিক পেমেন্ট গ্রহন এবং উত্তোলনের করার একটি নিরাপদ ফিন্যান্সিয়াল মাধ্যম। পেয়নিয়ার এর পুরো মাধ্যমটি একটি প্রি-পেইড মাস্টার কার্ডের মাধ্যমে ব্যবহৃত হয়ে থাকে।
বিশ্বের প্রায় সকল মার্কেটপ্লেস এবং বিভিন্ন কোম্পানি থেকে আপনার উপার্জিত ডলার পেয়নিয়ারের মাধ্যমে উত্তোলন করতে করা যায়। এছাড়াও পেয়নিয়ার কার্ডের মাধ্যমে আপনি অনলাইনে কেনাকাটা, পেমেন্ট প্রদান করতে পারবেন।
• পেয়নিয়ার অ্যাকাউন্ট করার জন্য যা প্রয়োজনঃ পেয়নিয়ার অ্যাকাউন্ট করার
মূল শর্ত হচ্ছে আপনার বয়স ১৮ বা তার অধিক হতে হবে। আপনার জাতীয় পরিচয় পত্র
অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর যে কোন একটি থাকতে হবে।
• পেয়নিয়ারের মাধ্যমে কিভাবে উপার্জিত ডলার উত্তোলন করা যায়? আপনি যদি মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে থাকেন তবে সেখানে আপনার পেয়নিয়ার অ্যাকাউন্ট অ্যাড করে মার্কেটপ্লেস থেকে আপনার পেয়নিয়ারে ডলার নিয়ে আসতে পারেন। অথবা আপনি পেয়নিয়ারের অন্যান্য পার্টনার কোম্পানিগুলোতে কাজ করলে সেখান থেকেও আপনি পেয়নিয়ারে পেয়নিয়ারে ডলার নিয়ে আসতে পারেন। এরপর পেয়নিয়ার কার্ড ব্যবহার করে সারাবিশ্বে যেকোন ব্যাংকের (MasterCard Logo সম্বলিত) ATM থেকে লোকাল কারেন্সিতে (বাংলাদেশে টাকা) উত্তোলন করতে পারবেন এবং পেয়নিয়ার থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ বাংলাদেশি টাকায় সরাসরি উত্তোলন করতে পারবেন। এছাড়াও অনলাইনে কেনাকাটা করতে পারবেন এবং অন্য কারো পেয়নিয়ারে ডলার ট্র্যান্সফার করতে পারবেন।
• পেয়নিয়ার এর পূর্ণ সুবিধাবলির তালিকাঃ
১। মার্কেটপ্লেস এবং পার্টনার কোম্পানি থেকে ডলার উত্তোলন।
২। ক্রেডিটকার্ড এর মাধ্যমে যে কারো কাছ থেকে প্রাইভেট লোডের মাধ্যমে পেয়নিয়ারে পেমেন্ট গ্রহন।
৩। অনলাইনে কেনাকাটা।
৪। পেয়নিয়ার থেকে অন্য পেয়নিয়ারে ডলার প্রদান।
৫। অন্য পেয়নিয়ার থেকে ডলার গ্রহন।
৬। পেয়নিয়ার থেকে সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্ট-এ ডলার (টাকায়) উত্তোলন।
৭। পেয়নিয়ার থেকে ওয়েবমানিতে উত্তোলন। (নূতন অ্যাকাউন্ট এ সম্ভব নয়)
• কি কি উপায়ে পেয়নিয়ারে অ্যাকাউন্ট খোলা যায়?
পেয়নিয়ারে অ্যাকাউন্ট ৩ উপায়ে খোলা যায়ঃ
১। ডিরেক্ট রেজিস্ট্রেশনঃ এই পদ্ধতিতে আপনি সরাসরি পেয়নিয়ার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। এক্ষেত্রে আপনি উপরে উল্লেখিত পেয়নিয়ার এর সবগুলো সুবিধাই পাবেন। এবং আপনার কার্ড এর ফি সাধারণ-ই থাকবে (বাৎসরিক)। তবে ডিরেক্ট রেজিস্ট্রেশন করলে আপনি পেয়নিয়ারের বোনাস ২৫ ডলার থেকে বঞ্চিত হবেন।
২। রিফারেল রেজিস্ট্রেশনঃ এই পদ্ধতিতে আপনি কারো রিফারেল লিংক এর মাধ্যমে রেজিস্টার করতে পারেন। এক্ষেত্রেও আপনি উপরে উল্লেখিত পেয়নিয়ার এর সবগুলো সুবিধাই পাবেন। এবং আপনার কার্ড এর ফি সাধারণ-ই থাকবে (বাৎসরিক)। এবং আপনি সর্বমোট ১০০ ডলার (একবার অথবা তার অধিকবারে) আপনার কার্ডে উত্তোলন করলে ২৫ ডলার বোনাস পাবেন।
৩। মার্কেটপ্লেস/পেয়নিয়ার পার্টনার এর মাধ্যমে রেজিস্ট্রেশনঃ এই পদ্ধতিতে আপনি মার্কেটপ্লেস/ পেয়নিয়ার পার্টনার এর সাইট থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। এক্ষেত্রে আপনি উপরে উল্লেখিত পেয়নিয়ার এর সবগুলো সুবিধার মধ্যে ৪ এবং কিছু কিছু কার্ডে ৪ এবং ৫ নম্বর সুবিধাগুলি থেকে বঞ্চিত হবে। এবং আপনার কার্ড ফি টি মার্কেটপ্লেস/ পেয়নিয়ার পার্টনার এর পরিবর্তিত আকারে হয়ে থাকবে (সাধারনত মাসিক ফি)। এবং কোন বোনাস পাবেন না। এবং মার্কেটপ্লেস থেকে রেজিস্ট্রেশন করলে আপনার কার্ডে প্রথমে ডলার ট্র্যান্সফার করতে হবে এবং এরপর আপনার অ্যাকাউন্ট একটিভ করা হবে ও কার্ড পাঠানো হবে।
• পেয়নিয়ার থেকে পেয়নিয়ারে ডলার প্রদান এবং গ্রহন (৪ এবং ৫) এর প্রয়োজনীয়তা কি? মূলত আপনার কার্ডটি আপনি অনেক কাজেই ব্যবহার করতে পারেন যেখানে হয়তো অন্য কাউকে কোন পেমেন্ট গ্রহন/দেয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে এই দুটি সুবিধা থাকলে তা অনেক সহজ হয়ে যায়। যেমন আপনি চাইছেন অন্য কারো পেয়নিয়ারে সরাসরি ডলার দিতে (পেমেন্ট দেয়া/বিক্রয় করা), তখন আপনার ৪ নম্বর সুবিধাটির প্রয়োজন। অথবা আপনার কোন ক্লায়েন্ট চাচ্ছেন আপনাকে পেয়নিয়ারে সরাসরি পেমেন্ট দিতে তখন আপনার ৫ নম্বর সুবিধাটির প্রয়োজন।
ধন্যবাদ।
• পেয়নিয়ারের মাধ্যমে কিভাবে উপার্জিত ডলার উত্তোলন করা যায়? আপনি যদি মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে থাকেন তবে সেখানে আপনার পেয়নিয়ার অ্যাকাউন্ট অ্যাড করে মার্কেটপ্লেস থেকে আপনার পেয়নিয়ারে ডলার নিয়ে আসতে পারেন। অথবা আপনি পেয়নিয়ারের অন্যান্য পার্টনার কোম্পানিগুলোতে কাজ করলে সেখান থেকেও আপনি পেয়নিয়ারে পেয়নিয়ারে ডলার নিয়ে আসতে পারেন। এরপর পেয়নিয়ার কার্ড ব্যবহার করে সারাবিশ্বে যেকোন ব্যাংকের (MasterCard Logo সম্বলিত) ATM থেকে লোকাল কারেন্সিতে (বাংলাদেশে টাকা) উত্তোলন করতে পারবেন এবং পেয়নিয়ার থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ বাংলাদেশি টাকায় সরাসরি উত্তোলন করতে পারবেন। এছাড়াও অনলাইনে কেনাকাটা করতে পারবেন এবং অন্য কারো পেয়নিয়ারে ডলার ট্র্যান্সফার করতে পারবেন।
• পেয়নিয়ার এর পূর্ণ সুবিধাবলির তালিকাঃ
১। মার্কেটপ্লেস এবং পার্টনার কোম্পানি থেকে ডলার উত্তোলন।
২। ক্রেডিটকার্ড এর মাধ্যমে যে কারো কাছ থেকে প্রাইভেট লোডের মাধ্যমে পেয়নিয়ারে পেমেন্ট গ্রহন।
৩। অনলাইনে কেনাকাটা।
৪। পেয়নিয়ার থেকে অন্য পেয়নিয়ারে ডলার প্রদান।
৫। অন্য পেয়নিয়ার থেকে ডলার গ্রহন।
৬। পেয়নিয়ার থেকে সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্ট-এ ডলার (টাকায়) উত্তোলন।
৭। পেয়নিয়ার থেকে ওয়েবমানিতে উত্তোলন। (নূতন অ্যাকাউন্ট এ সম্ভব নয়)
• কি কি উপায়ে পেয়নিয়ারে অ্যাকাউন্ট খোলা যায়?
পেয়নিয়ারে অ্যাকাউন্ট ৩ উপায়ে খোলা যায়ঃ
১। ডিরেক্ট রেজিস্ট্রেশনঃ এই পদ্ধতিতে আপনি সরাসরি পেয়নিয়ার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। এক্ষেত্রে আপনি উপরে উল্লেখিত পেয়নিয়ার এর সবগুলো সুবিধাই পাবেন। এবং আপনার কার্ড এর ফি সাধারণ-ই থাকবে (বাৎসরিক)। তবে ডিরেক্ট রেজিস্ট্রেশন করলে আপনি পেয়নিয়ারের বোনাস ২৫ ডলার থেকে বঞ্চিত হবেন।
২। রিফারেল রেজিস্ট্রেশনঃ এই পদ্ধতিতে আপনি কারো রিফারেল লিংক এর মাধ্যমে রেজিস্টার করতে পারেন। এক্ষেত্রেও আপনি উপরে উল্লেখিত পেয়নিয়ার এর সবগুলো সুবিধাই পাবেন। এবং আপনার কার্ড এর ফি সাধারণ-ই থাকবে (বাৎসরিক)। এবং আপনি সর্বমোট ১০০ ডলার (একবার অথবা তার অধিকবারে) আপনার কার্ডে উত্তোলন করলে ২৫ ডলার বোনাস পাবেন।
৩। মার্কেটপ্লেস/পেয়নিয়ার পার্টনার এর মাধ্যমে রেজিস্ট্রেশনঃ এই পদ্ধতিতে আপনি মার্কেটপ্লেস/ পেয়নিয়ার পার্টনার এর সাইট থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। এক্ষেত্রে আপনি উপরে উল্লেখিত পেয়নিয়ার এর সবগুলো সুবিধার মধ্যে ৪ এবং কিছু কিছু কার্ডে ৪ এবং ৫ নম্বর সুবিধাগুলি থেকে বঞ্চিত হবে। এবং আপনার কার্ড ফি টি মার্কেটপ্লেস/ পেয়নিয়ার পার্টনার এর পরিবর্তিত আকারে হয়ে থাকবে (সাধারনত মাসিক ফি)। এবং কোন বোনাস পাবেন না। এবং মার্কেটপ্লেস থেকে রেজিস্ট্রেশন করলে আপনার কার্ডে প্রথমে ডলার ট্র্যান্সফার করতে হবে এবং এরপর আপনার অ্যাকাউন্ট একটিভ করা হবে ও কার্ড পাঠানো হবে।
• পেয়নিয়ার থেকে পেয়নিয়ারে ডলার প্রদান এবং গ্রহন (৪ এবং ৫) এর প্রয়োজনীয়তা কি? মূলত আপনার কার্ডটি আপনি অনেক কাজেই ব্যবহার করতে পারেন যেখানে হয়তো অন্য কাউকে কোন পেমেন্ট গ্রহন/দেয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে এই দুটি সুবিধা থাকলে তা অনেক সহজ হয়ে যায়। যেমন আপনি চাইছেন অন্য কারো পেয়নিয়ারে সরাসরি ডলার দিতে (পেমেন্ট দেয়া/বিক্রয় করা), তখন আপনার ৪ নম্বর সুবিধাটির প্রয়োজন। অথবা আপনার কোন ক্লায়েন্ট চাচ্ছেন আপনাকে পেয়নিয়ারে সরাসরি পেমেন্ট দিতে তখন আপনার ৫ নম্বর সুবিধাটির প্রয়োজন।
ধন্যবাদ।
বর্তমান সময়ে (২০১৯ সালে) পেওনিয়ার খুব শক্ত ভাবে তাদের ব্যাবসায়িক নিয়োম নীতি গুলোকে আনুসরন করে চলেছে যা পূর্বে কখনই ছিল না। সেই ধারাবারিকতায় বর্তমান সময় কেউ আর তেমন ভাবে পেওনিয়ার কার্ডের অর্ডার করলেও এপ্রূভাল পাচ্ছে না। তাই নিদ্রিষ্ট কিছু সুবিধা তুলে ধরা হলো যে- সুবিধা গুলোর উপর ভিত্তি করে আপনাকে ক্রয় করতে হতে পারে একটি পেয়নিয়ার মাষ্টার কার্ড সহ পেওনিয়ার একাউন্ট।
ReplyDeleteবিস্তারিতঃ কেনো আপনি Payoneer Master Card -সহ একাউন্ট ক্রয় করবেন ?