ওয়াল্টন ল্যাপটপের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রাথমিকভাবে ওয়্যাক্স জাম্বো, কেরোন্ডা, ট্যামারিন্ড ও প্যাশন- এই চার সিরিজের মোট ২০ মডেলের ল্যাপটপ বাজারে ছাড়বে ওয়ালটন। দাম পড়বে ২৯ হাজার ৫০০ থেকে শুরু করে ৯৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত। এসব ল্যাপটপ ক্রেতারা ১২ মাসের কিস্তি সুবিধাতেও কিনতে পারবেন। ল্যাপটপে শর্তসাপেক্ষে এক বছরের জন্য বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবাও দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওয়ালটন ল্যাপটপে রয়েছে বিশ্বের লেটেস্ট প্রযুক্তির ইলেকট্রনিক্স মাদারবোর্ড। ইউরোপ থেকে আনা হয়েছে মাদারবোর্ড কারখানার প্রযুক্তি। ওয়ালটন কারখানায় মাদারবোর্ডের মতো উচ্চপ্রযুক্তির হার্ডওয়্যার দেশেই তৈরি করার প্রক্রিয়া বাস্তবায়নাধীন আছে। এক পার্যায়ে দেশেই তৈরি হবে পূর্নাঙ্গ ল্যাপটপ। তখন অন্যান্য ব্র্যান্ডের তুলনায় দাম চলে আসবে অর্ধেকে।
ওয়ালটনের উন্নয়ন ও গবেষণা (কম্পিউটার) বিভাগের বাংলাদেশ ও তাইওয়ান শাখার প্রকৌশলীরা দীর্ঘদিনের চেষ্টায় ইউজার-ফ্রেন্ডলি ল্যাপটপের ডিজাইন করেছেন। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব ফিচার। চারটি সিরিজের মধ্যে প্রাথমিক পর্যায়ে থাকছে ওয়্যাক্স জাম্বু’র ১৭.৩ ইঞ্চি ডিসপ্লের ১টি মডেল, কেরোন্ডা’র ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের একটি মডেল, প্যাশন-এর ১৪ ইঞ্চি ডিসপ্লের তিনটি মডেল ও ১৫ ইঞ্চি ডিসপ্লের ৬টি মডেল, টেমারিন্ড-এর ১৪-ইঞ্চি ডিসপ্লের ৬টি মডেল ও ১৫-ইঞ্চি ডিসপ্লের ৩টি মডেল।
ওয়ালটন গ্রুপের কম্পিউটার আরএন্ডডি বিভাগের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রকৌশলী রাজীব হাসান রাজু বলেন, ওয়্যাক্স জাম্বু ও কেরোন্ডা সিরিজের বিশেষ ফিচার হচ্ছে ৬ষ্ঠ প্রজম্মের ইন্টেল কোর আই-৭ প্রসেসর, ৮ জিবি ডিডিআরফোর আল্ট্রা গতির র‌্যাম ও ১ টেরাবাইট হার্ডডিস্ক মেমোরি। যার মাধ্যমে দ্রুত গতিতে কাজ করা সম্ভব।
ওয়ালটন কারখানায় তৈরি হবে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার, মোবাইল ফোন, উচ্চমানের এলইডি টিভি ছাড়াও প্রায় সব ধরনের কম্পিউটার সামগ্রী। ওয়ালটন জানিয়েছে, ‘সময় এখন বাংলাদেশের’ এই স্লোগান নিয়ে বিপণন কৌশল সাজিয়েছে ওয়ালটন। প্রাথমিকভাবে ষষ্ঠ প্রজন্মের প্রসেসরসমৃদ্ধ ওয়্যাক্স জাম্বু, কেরোন্ডা, টেমারিন্ড ও প্যাশন- এই চার সিরিজের মোট ২০টি মডেলের ল্যাপটপ বাজারে ছাড়ছে তারা। দাম থাকছে ২৯,৫০০ টাকা থেকে শুরু করে ৯৫,৫০০ টাকা পর্যন্ত। ক্রেতাদের জন্য থাকবে সহজ শর্তে ১২ মাসের কিস্তিতে ল্যাপটপ কেনার সুবিধা। শর্তসাপেক্ষে থাকছে একবছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

Comments