২০১৭ সালের ২য় বর্ষ অনার্স ফরম পূরনের অবশিষ্ট সময়সীমা ২১/০৯/১৭

২০১৭ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষায় নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু ২২/০৮/১৭ থেকে ২১/০৯/১৭ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলতি ফরম ফিলাপ।

ফরম পূরনের লক্ষ্যে অন-লাইনে আবেদন ফরম ডাউনলোড করা যাবে । অনলাইনে ফরম ফিলাপের লিংকঃ http://nubd.info/honours/202/




সাধারন নির্দেশনা:-

  • . পরীক্ষার্থী টিসি নিয়ে অন্য কলেজে অধ্যয়নরত হলে, ফরমপূরনের জন্য যথারীতি রেজিঃ নম্বর দিয়ে ফরম ডাউনলোড করবে এবং উক্ত ফরমের সাথে টিসি' কপিসহ কলেজে জমা দিলে কলেজ কর্তৃপক্ষ টিসি এন্ট্রি বাটনের মাধ্যমে উক্ত ছাত্রের তথ্য এন্ট্রি করতে হবে।
  • . ফরমপূরনের লক্ষ্যে অন-লাইনে আবেদন সাবমিট করার পর কোন ভুল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে আবেদন বাতিল করার পর পূনরায় আবেদন ফরম ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ অন-লাইনে উক্ত আবেদন ফরম বাতিল করতে পারবেন


Comments

Post a Comment